যেভাবে হোয়াটসঅ্যাপে উচ্চ রেজল্যুশনের ছবি পাঠাবেন

Introduction

শখের বসে বা কাজের প্রয়োজনে উচ্চ রেজল্যুশনের ছবি তোলেন অনেকেই। কিন্তু হোয়াটসঅ্যাপে এসব ছবি পাঠালে প্রাপক সঠিক মানের ছবি দেখতে পারেন না। ফলে কাঙ্ক্ষিত কাজ করা সম্ভব হয় না। তবে হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণ কাজে লাগিয়ে চাইলেই উচ্চ রেজল্যুশনের বা প্রকৃত মানের ছবি আদান-প্রদান করা যায়।



Process



নিজের পছন্দমতো ছবির মান নির্বাচনের জন্য 
  • প্রথমে ফোনে হোয়াটসঅ্যাপ চালু করে ডান দিকের ওপরে থাকা তিনটি ডট মেন্যুতে ট্যাপ করে সেটিংস অপশন চালু করতে হবে। 
  • এরপর স্টোরেজ অ্যান্ড ডেটা অপশনে ক্লিক করে মিডিয়া আপলোড কোয়ালিটির নিচে থাকা ফটো আপলোড কোয়ালিটি নির্বাচন করলেই ‘অটো’, ‘বেস্ট কোয়ালিটি’ বা ‘ডেটা সেভার’ অপশন দেখা যাবে। 
  • এবার বেস্ট কোয়ালিটি অপশন নির্বাচন করে ওকে বাটন চাপতে হবে। 
  • ঠিক একইভাবে আইফোনে স্টোরেজ অ্যান্ড ডেটা অপশনে ক্লিক করে বেস্ট কোয়ালিটি অপশন নির্বাচন করলেই উচ্চ রেজল্যুশন বা প্রকৃত মানের ছবি আদান-প্রদান করা যাবে।





Feature's Details 

এইচডি ফরম্যাটের ছবি পাঠানোর সুযোগ দিতে হোয়াটসঅ্যাপ এরই মধ্যে নিজেদের আইওএস অ্যাপ হালনাগাদের উদ্যোগ নিয়েছে। শুধু তা–ই নয়, নতুন সংস্করণে এইচডি কোয়ালিটি অপশন যুক্ত করে নির্বাচিত ব্যবহারকারীদের ওপর পরীক্ষাও চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। সবকিছু ঠিক থাকলে শিগগিরই 

হোয়াটসঅ্যাপের আইওএস ২৩.৪.০.৭০. সংস্করণে নতুন এ সুবিধা ব্যবহার করা যাবে।

মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন-সুবিধা চালু থাকায় নিরাপদে তথ্য, ছবি ও ভিডিও বিনিময় করা যায়। আর এ কারণে বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়তা পেয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া


নতুন এ সুবিধা চালু হলে এইচডি (হাই-ডেফিনেশন) ফরম্যাটে তোলা ছবি পাঠানোর আগে ড্রয়িং এডিটর অপশনের পাশে এইচডি বাটন দেখা যাবে। বাটনটিতে ক্লিক করলে ছবির মান পরিবর্তনের মেনু পাওয়া যাবে। মেনুতে ‘এইচডি কোয়ালিটি’ ও ‘স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ নামের দুটি অপশন রয়েছে। এইচডি কোয়ালিটি অপশন নির্বাচন করলে এইচডি ফরম্যাটের ছবি এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি অপশনে বর্তমানের মতো ছবি পাঠানো যাবে।


হোয়াটসঅ্যাপের ‘কল লিংকস’ কম্পিউটারে 

মুঠোফোনের পাশাপাশি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারেও ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপের ‘কল লিংকস’ সুবিধা। এরই মধ্যে উইন্ডোজ বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে নির্দিষ্ট ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আগে থেকেই অডিও বা ভিডিও কলের লিংক পাঠানোর সুযোগ পাবেন কম্পিউটার ব্যবহারকারীরা। এসব লিংকে ক্লিক করে সরাসরি অডিও বা ভিডিও কলে অংশ নিতে পারবেন আমন্ত্রিত ব্যক্তিরা।

উল্লেখ্য, বর্তমানে মুঠোফোনে হোয়াটসঅ্যাপের কল লিংকস-সুবিধা কাজে লাগিয়ে একসঙ্গে সর্বোচ্চ ৩২ জনকে অডিও বা ভিডিও কলের লিংক পাঠানো যায়।






একসঙ্গে তিন গুণ বেশি ছবি পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। বন্ধুদের সঙ্গে বার্তা বিনিময়ের পাশাপাশি বর্তমানের তুলনায় তিন গুণের বেশি ছবি পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।

বর্তমানে একই হোয়াটসঅ্যাপ বার্তার সঙ্গে সর্বোচ্চ ৩০টি ছবি পাঠানো যায়। ফলে অতিরিক্ত ছবি আলাদা বার্তার মাধ্যমে পাঠাতে হয়। এতে অনেকেই বিরক্ত হন। নতুন এ সুবিধা চালু হলে একই বার্তায় ১০০টি পর্যন্ত ছবি পাঠানো যাবে। ফলে, ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় সহজেই বেশি ছবি পাঠাতে পারবেন।

Conclusion 

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, একসঙ্গে ১০০টি ছবি পাঠানোর সুযোগ চালু হলেও ছবির মান ঠিক রাখা হবে। ছবির আকার না কমিয়ে (কমপ্রেস) পাঠানোর ফলে প্রাপক ভালোমানের ছবি দেখার সুযোগ পাবেন। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা সব যন্ত্রে এ সুযোগ মিলবে। তবে কবে নাগাদ এ সুযোগ চালু হবে, তা জানায়নি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন-সুবিধা চালু থাকায় নিরাপদে তথ্য, ছবি ও ভিডিও বিনিময় করা যায়। আর এ কারণে বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়তা পেয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।
সূত্র: এনডিটিভি

keywords: new whatsapp features
business whatsapp features
whatsapp features and benefits
whatsapp features and functions
whatsapp advanced features
whatsapp api features
whatsapp advanced features apk download
whatsapp admin features
whatsapp has any issues today
whatsapp features bold
blue whatsapp features
beta whatsapp features
whatsapp features explained
whatsapp extra features
whatsapp emoji features
whatsapp edit feature

Comments